গাংনীর ভোলাডাঙ্গায় বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত

বিয়ে পণ্ড : কনের মায়ের ১৫ দিনের কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: বিয়ের সব আয়োজন সম্পন্ন। একটু পরেই বিয়ে করতে বরযাত্রীসহ আসবেন বর। সেই অপেক্ষার প্রহর গুনছিলেন কনে পক্ষের লোকজন। এমন এক মুর্হূতে দেখা মিললো একটি গাড়ি। বরকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গেলেন কনের আত্মীয়স্বজন। গাড়ির দরজা খুলতেই ঘটলো বিপত্তি। বরের বদলে গাড়ি থেকে পুলিশসহ নামলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। বিয়ের আয়োজন ফেলে যে যার মতো ভোদৌড়। ধরা পড়লেন কনের মা। শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে তার ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। আইনলঙ্ঘন করে বাল্যবিয়ের আয়োজন করায় গতকাল শুক্রবার দুপুরে গাংনীর ভোলাডাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালান। দণ্ডিত রওশন আরাকে গতকালই মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ভোলাডাঙ্গা গ্রামের আশরাফ সিদ্দিকির মেয়ে জান্নাতুলের সাথে পার্শ্ববর্তী বামানগর গ্রামের রাসেলের সাথে বিয়ে ঠিক হয়। গতকাল শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠান কেন্দ্র করে সব আয়োজন সম্পন্ন করেন কনে পক্ষ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কনের মা রওশন আরাকে আটক করেন। সেই সাথে পণ্ড হয়ে যায় বিয়ে। বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯’র ৬ ধারায় রওশন আরাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের সশ্রম করাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।