কূটনীতিকের কাছে ২৭ কেজি সোনা

 

স্টাফ রিপোর্টার: ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরীয় দূতাবাসের এক কর্মকর্তার কাছ থেকে ২৭ কেজি সোনা উদ্ধার হয়েছে। সোনাসহ আটক ঢাকায় উত্তর কোরীয় দূতাবাসের কর্মকর্তা সন ইয়ামকে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে শুল্ক কর্তৃপক্ষের কাছে মুচলেকা দিয়ে তাকে নিয়ে গেছেন বাংলাদেশে উত্তর কোরিয়ার দূতাবাসের কর্মকর্তারা। জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা আসেন উত্তর কোরিয়ার এ কূটনীতিক। তার লাগেজে ১৭০টির বেশি সোনার বার পাওয়া গেছে। এসব বারের ওজন ২৭ কেজির বেশি। বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সন ইয়াং নামের লাগেজে এসব সোনা পাওয়া গেছে।

Leave a comment