আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদার কার্পাসডাঙ্গায়, মেহেরপুর ও গাংনীসহ বিভিন্ন স্থানে ৮ মার্চ নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও ৱ্যালি অনুষ্ঠিত হয়। নারীর ক্ষমতায়, মানবতার উন্নয়ন এ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, জেলা লোকমোর্চা, ওয়েভ ফাউন্ডেশন, সিডিএফ, মোতাহেরা ছাত্রী হোস্টেল, এডাব ও সন্ধ্যানী মহিলা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সোনিয়া রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মুনিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজ কুমার পাল, জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, আকাঙ্ক্ষা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহীন সুলতানা মিলি, ওয়েভের প্রোগ্রাম অফিসার নুঝাত পারভীন ও সিডিএফ’র সেক্রেটারি বিল্লাল হোসেন বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, মোতাহেরা হোস্টেলের ব্যবস্থাপক রাফিয়া বেগম, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নুরুন্নাহার কাকলীসহ বিভিন্ন সামাজিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, সজাগ সংস্থার নির্বাহী পরিচালক বাবুল আক্তার, যুবলীগ নেতা পিন্টু, প্রতিজ্ঞা সংস্থার নির্বাহী পরিচালক আকলাকুর রহমান, ওহিদুল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি, সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমা প্রতিনিধি জানিয়েছেন, কার্পাসডাঙ্গায় ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের নেতৃত্বে একটি ৱ্যালি বের হয়। ৱ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদে শেষ হয়। পরে ইউপি হলরুমে আলোচনাসভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আ.লীগ নেতা শওকত আলী, সমির আলী, ইউপি সদস্য নোয়াজ্জেশ আলী, করম আলী, আলমগীর হোসেন, রোকেয়া বেগম, কহিনুর বেগম, রহিমা খাতুন ও ইউপি সচিব নাঈম উদ্দীন।

মেহেরপুর অফিস জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় মহিলা সংস্থা। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় মহিলা সংস্থার মেহেরপুর শাখার সভানেত্রী শামীম আরা হিরা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহসভাপতি আসকার আলীসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে উপলক্ষে গতকাল শুক্রবার সকালে মেহেরপুর গাংনী উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর রশিদ রবি, সহসভাপতি মজনুর রহমান আকাশ ও সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শুক্রবার ১১টার দিকে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের নেতৃত্বে উপজেলা চত্বর প্রধান সড়কে মানববন্ধন পালন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা তথ্য অফিসের আয়াজনে মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। স্বাগত বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসার রাহাত হাসনাত। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের আব্দুস সালাম ও সুশান্তা স্বেচ্ছাসেবীর নির্বাহী পরিচালক সাফিয়া শারমিন প্রমুখ। উপস্থিত ছিলেন এনজিও, সমাজ উন্নয়নের প্রতিনিধিবৃন্দ।