দেশে যারা নাশকতা সৃষ্টি করছে তাদেরকে শায়েস্তা করার জন্যই আইনগত পদক্ষেপ
স্টাফ রিপোর্টার: ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রস্তুতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, বিএনপি-জামায়াতকে অবশ্যই মানুষ পোড়ানোর রাজনীতি পরিহার করতে হবে। বাংলাদেশে যারা নাশকতা সৃষ্টি করছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে বর্তমান সরকার তাদেরকে শায়েস্তা করার জন্যই আইনগত পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে দলের নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। এজন্য আমাদের সামনের দিনে বিএনপি ও যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের দেশব্যাপি নৈরাজ্য, তাণ্ডব ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং ষড়যন্ত্র প্রতিরোধে রাজপথে থাকতে হবে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামশুজ্জোহা পিপি, হাবিবুর রহমান লাভলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাবুল হক লন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত। জেলা ছাত্রলীগের সহসভাপতি জুবাইদ বিন আজাদ সুস্তির, সাধারণ সম্পাদক অনিক, পাভেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।