মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর-দর্শনা সড়কের রতনপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৫শ বোতল ফেনসিডিলসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে মুজিবনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায়। আটককৃতরা হচ্ছে- রাজবাড়ি জেলার শহরের আনিস আহম্মেদ (২৫), একই জেলার পশ্চিম বলদিয়ার মানিক সর্দ্দার (৩২) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুরের সুমন হোসেন (২৬)।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল জানিয়েছেন, মেহেরপুর-চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ফেনসিডিল সংগ্রহ করে ওই তিন মাদকব্যবসায়ী। ফেনসিডিলগুলো রাজবাড়ী নেয়ার উদ্দেশে তারা রতনপুর সড়কের পাশে অবস্থান করছিলো। এ সময় মুজিবনগর থানার এসআই টিপু সুলতান সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযানে তাদেরকে আটক ও ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক তিনজনের নামে মুজিবনগর থানায় মামলাসহ আদালতে সোপর্দে করা হয়েছে বলে মুজিবনগর থানার ইনচার্জ কাজী আব্দুল সালেক জানান।