বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছেই হেরেছে স্কটল্যান্ড: মমসেন

মাথাভাঙ্গা মনিটর: প্রথম ইনিংস শেষে মনে হচ্ছিলো, বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তার দল। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের দারুন ব্যাটিঙে শেষ পর্যন্ত পরাজিত দলেই থাকতে হলো স্কটল্যান্ড অধিনায়ক প্রেস্টন মমসেনকে। এ হারের পেছনে নিজেদের ব্যর্থতার চেয়ে তামিম ইকবাল-মাহমুদুল্লাহ রিয়াদদের ব্যাটিং সক্ষমতাকেই বড় কারণ হিসাবে দেখছেন মমসেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মমসেন আরো বলেন, দু দলের অভিজ্ঞতার তারতম্যই পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে।

বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংসসহ বেশ কিছু রেকর্ডই এই ম্যাচে সঙ্গী হয়েছে স্কটল্যান্ডের। সঙ্গী হতে পারতো ক্রিকেটের সর্বোচ্চ আসরে প্রথম জয়ের ঐতিহাসিক মুহূর্তও। মমসেন জানালেন, বাংলাদেশি ব্যাটসম্যানদের দায়িত্বশীলতার কাছেই হেরে গেছে তার দল। তবে হারের হতাশা লুকানোর কোনো চেষ্টা করলেন না দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এ স্কটিশ অধিনায়ক, আফগানিস্তান এবং এ ম্যাচের প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি তার পর এই ফল মেনে নেয়াটা কঠিন। শেষ রেখাটা না ছুঁতে পেরে আমি খুবই হতাশ। আমরা আশাহত তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে চাপটা সামলে নিয়েছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে। খুবই ভালো ব্যাট করেছে তারা।