সকল প্রার্থীকেই বৈধ ঘোষণা : ১২ মার্চ প্রতীক বরাদ্দ
বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদার নতিপোতা ও নাটুদাহ ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ প্রার্থীদের উপস্থিতিতেই মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন। যাচাই-বাছাই শেষে দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জনসহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ১০৭ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে।
অফিস সহকারী রুহুল আমিন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপি সকল প্রার্থীদের উপস্থিতিতেই দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। প্রথমে নবগঠিত নাটুদাহ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর পর্যায়ক্রমে নাটুদাহ ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও পুরুষ সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বেলা সাড়ে ১২টা থেকে নতিপোতা ইউনিয়নের প্রথমে চেয়ারম্যান প্রার্থীদের এবং পর্যায়ক্রমে সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও পুরুষ সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। নবগঠিত নাটুদাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে বৈধ ১০ প্রার্থীরা হলেন চারুলিয়া গ্রামের মৃত সুন্নত আলীর ছেলে শফিকুল ইসলাম শফি, চন্দ্রবাস গ্রামের মৃত মোজাম বিশ্বাসের ছেলে নাটুদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি, চারুলিয়ার আলিম উদ্দিন, জগন্নাথপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আ. মালেক, চন্দ্রবাস গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, জগন্নাথপুর গ্রামের আওয়ামী লীগ ইয়াছনবী, চন্দ্রবাস গ্রামের মৃত খোদা বকসের ছেলে ফজলুল হক, চারুলিয়া গ্রামের মুজাফফর হোসেনের ছেলে আমিনুল ইসলাম, চন্দ্রবাস গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে জামায়াত নেতা আ. খালেক ও দুলালনগর গ্রামের মৃত সৈয়দ রহমানের ছেলে মাসুম আলী খান। এছাড়া এ ইউনিয়নের সংরক্ষিত ১ নং (মহিলা) ওয়ার্ডে ৫ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন মোট ১৩ জন এবং পুরুষ ১ নং সাধারণ ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৪ জন, ৪ নং ওয়ার্ডে ৭ জন, ৫ নং ওয়ার্ডে ৩ জন, ৬ নং ওয়ার্ডে ৪ জন, ৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮ নং ওয়ার্ডে ৪ জন এবং ৯ নং ওয়ার্ডে ৩ জন মোট ৩৭ জনকেই বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে বৈধ ৬ প্রার্থীরা হলেন- নতিপোতা গ্রামের মৃত হুরমত আলীর ছেলে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আজিজুল হক আজিজ, একই গ্রামের মৃত হেকমত আলী ডাক্তারের ছেলে বিএনপি নেতা কামরুজ্জামান টুনু, কালিয়াবকরি গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী ভুট্টো, ভগিরথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আওয়ামী লীগ নেতা আবু তালেব, হোগলডাঙ্গা গ্রামের মৃত ইরাইল হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা রবিউল হাসান ও হোগলডাঙ্গা গ্রামের মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে উপজেলা বিএনপির সভাপতি বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। এছাড়া এ ইউনিয়নের সংরক্ষিত ১ নং (মহিলা) ওয়ার্ডে ২ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন মোট ১০ জন এবং পুরুষ ১ নং সাধারণ ওয়ার্ডে ৬ জন, ২ নং ওয়ার্ডে ২ জন, ৩ নং ওয়ার্ডে ৪ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ৩ জন এবং ৯ নং ওয়ার্ডে ৩ জন মোট ৩১ জনকেই বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসার আবু দাউদ জানান, আগামী ১১ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১২ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ একই দিনে দুটি ইউনিয়নেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।