দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বপন (২৪) নামের এক পাউয়ারটিলারের চালক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা-দামুড়হুদা সড়কের ডুগডুগি পশুহাটের নিকট এ দুর্ঘটনা ঘটে।
পাউয়ারটিলারের মালিক দামুড়হুদার নাপিতখালী গ্রামের আকবর আলীর ছেলে সাইদুর রহমান জানান, গতকাল বিকেলে জীবননগর থেকে চালক স্বপন পাউয়ার টিলারে ইটভাটার কাঠলোড দিয়ে দামুড়হুদায় যাচ্ছিলো। বিকেল সাড়ে ৫টার দিকে ডুগডুগি পশুহাটের নিকটে পৌঁছুলে দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (পাবনা-জ-১১-০০২৯) পেছন থেকে কাঠভর্তি পাউয়ারটিলারে ধাক্কা মারে। বাসের ধাক্কায় কাঠভর্তি পাউয়ারটিলারটি রাস্তার পাশে উল্টে যায় এবং দুমড়েমুচড়ে যায়। এতে চালক নাপিতখালী গ্রামের স্বপন গুরুতর জখম হয়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার পা ভেঙে গেছে বলেও তিনি জানান। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই মহাব্বত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার বাস্ট্যান্ড সংলগ্ন হাট এলাকায় দুর্ঘটনাকবলিত যাত্রিবাহী বাসটিকে আটক করেন। পরে বাসযাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এবং স্থানীয় মোটরশ্রমিকদের সাথে পাউয়ারটিলার মালিকের কথা হওয়ার পর বাসটি ছেড়ে দেন।