দামুড়হুদার নতিপোতা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজিজুল হক আজিজের নাম ঘোষণা

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত হিসেবে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজের নাম ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এ নাম ঘোষণা করেছেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ দামুড়হুদা উপজেলাধীন নতিপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আজিজুল হক আজিজকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

সর্বস্তরের নেতাকর্মীদেরকে ওই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য অনুরোধ জানিয়েছেন হুইপ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

Leave a comment