চুয়াডাঙ্গার দু ক্রিকেটার ডাক পেলো ঢাকার সাভার বিকেএসপিতে : সংবর্ধনা

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দু ক্রিকেটার শামিম পারভেজ ও বিদুৎ ডাক পেলো ঢাকার সাভার বিকেএসপিতে। গত বুধবার ঢাকা সাভারের জিরানিতে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কতৃপক্ষ টেলিফোনে এ সুসংবাদ নিশ্চিত করেন। এ সুসংবাদ পাওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা শামিম পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানায়। একইসাথে বিদ্যুৎকে ও সংবর্ধনা দেয়া হয়। বিকেএসপিত ডাক পাওয়ায় এ কৃতিত্বের পেছনে অবদানের কথা স্বীকার করে দু ক্রিকেটারসহ একাডেমির ক্রিকেটারগণ ক্রিকেট একাডেমির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সদস্য সচিব তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার, পরিচালক সাংবাদিক ইসলাম রকিবকে অভিনন্দন জানায়। এছাড়া ব্যাটিং কোচ সাইফ রাসেল, বোলিং কোচ ইমরান হোসাইন ও ফ্লিডিং কোচ রাজু আহাম্মেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দু ক্রিকেটার। প্রাথমিকভাবে ৭ দিনের এ ক্যাম্পিং শেষে দীর্ঘমেয়াদী কোর্সসহ চুড়ান্ত ভর্তি তালিকায় ভর্তি হওয়ার জন্য চুয়াডাঙ্গাবাসীর নিকট দু ক্রিকেটার দোয়া কামনা করেছে শামীম পারভেজ ও বিদ্যুৎ।