কুলপালার একজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ?

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা কুলপালার মৃত নূর ইসলামের ছেলে আমজাদ হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে প্রতিপক্ষ। এ অভিযোগ করে আমজাদ হোসেন বলেছেন, গতকাল বৃহস্পতিবার সকালে পানবরজ ভাঙা নিয়ে গ্রামেরই ইয়াক মণ্ডলের ছেলে মহাসিনের সাথে বিরোধ দানা বাধে। এরই জের ধরে মহাসিন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। ঠেকাতে গেলে আমার স্ত্রী আনোয়ারা ও ছেলে আজিজুলও আহত হয়। এরা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ হোসেন এ অভিযোগ করলেও অপর পক্ষের মন্তব্য জানা সম্ভব হয়নি। ফলে ঘটনার আড়ালে অন্য কোনো ঘটনা আছে কি-না তা নিশ্চিত করে জানা যায়নি।

Leave a comment