স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মেহেরপুরে এক দালালের জেল

মেহেরপুর অফিস: জমির কাগজ জালিয়াতির অভিযোগে জেলখানায় গেলেন নজরুল ইসলাম নামের এক দালাল। সে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি), তুলনাকারী ও রেকর্ডকিপারের সিল ও স্বাক্ষর জাল করে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হাবিবুর রহমান ও সুলতান হোসেনের ৩৮ শতাংশ জমি জেলার বিভিন্ন গ্রামের ৬ জনের নামে নামজারির জন্য জমা দেন। নজরুল ইসলাম আমঝুপি গ্রামের সাহার আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতে সে তার অপকর্মের কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গতকাল বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯’র দণ্ডবিধির ১৮৬০’র ১৮৯ ধারায় দালাল নজরুল ইসলামকে এক মাসের কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। এ সময় মেহেরপুর পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

কাগজ যাচাই করে জানা যায়, আমঝুপি গ্রামের সবুর খার ছেলে হাবিবুর রহমান ও সুলতান হোসেনের আমঝুপি মৌজার ২০৯৬ নং খতিয়ানের ২৩৩২ দাগের ৩৮ শতাংশ জমি দালাল নজরুল ইসলাম মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি), তুলনাকারী ও রেকর্ডকিপারের সিল ও স্বাক্ষর জাল করে মেহেরপুর শহরের হারান আলী, আব্দুল করিম ও রশিদা খাতুন, গাংনী উপজেলার আযান গ্রামের সফুরা খাতুন, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের ফজিলা খাতুন ও সদর উপজেলার বামনপাড়া গ্রামের মনোয়ারা খাতুনের নামে নামজারির জন্য কাগজপত্র জমা দেন।

সহকারী কমিশনার ভূমি শাহিনুজ্জামান সাংবাদিকদের জানান, সন্দেহ হলে ৩ দিন ধরে কাগজপত্র যাচাই শেষে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

Leave a comment