শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

ডিঙ্গেদহ প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মনোভাব সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০১৫ গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, প্রতি বছর বিদ্যালয়ে এ নির্বাচনের আয়োজন করা হয়। এ বছর ৭ সদস্যর বিপরীতে ১৫ জন শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫ম শ্রেণি থেকে রিমঝিম খাতুন-৭৯ ভোট, আবু হুরাইয়া-৭৮ভোট, ৪র্থ শ্রেণি থেকে নুসরাত জাহান নিপা ৭৫ ভোট, মো. তৌফিক ৭১ ভোট, ৩য় শ্রেণি থেকে সাফিন আল ফাহাদ ৬৯ ভোট, তামান্না খাতুন ৬৭ ভোট ও রাসিব হোসেন ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে ৫ম শ্রেণির ইমরুল কায়েশ অনিক, প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলো ৫ম শ্রেণির ছাত্র শামীম মিয়া, আসিফ ইকবাল, সোয়ায়েব হোসেন, পোলিং অফিসার হিসেবে ছিলো লাজলীন, নিশিতা ও শিমলা। সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক শাহানাজ পারভীন। নির্বাচনে ১৬৮টি ভোটারের মধ্যে ১৩১ জন ভোটাধিকার প্রয়োগ হয়। এর মধ্যে বাতিল হয় ২৫টি ভোট।