স্টাফ রিপোর্টার: অনির্বাচিত কোনো সরকারের আমন্ত্রণে ঢাকা সফরে না আসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম। একই সাথে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, অভিজিত হত্যাকাণ্ডের সময় সাত-আট হাত দূরে দু পুলিশ দাঁড়িয়ে ছিলো। তারপরও তাকে হত্যা করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও শঙ্কিত। কারণ তার আশপাশে কিছু শয়তান আছে। তারা তার ক্ষতি করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকা সফরে না আসার পরামর্শ দিয়ে বলেন, এ অবস্থায় তিনি সফরে এলে মালার পরিবর্তে জ্বালা পাবেন। মোদি বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় নেতা। আর বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের ১৫৪ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছেন। এ অবস্থায় তিনি বাংলাদেশে এলে অভ্যর্থনার পরিবর্তে নিন্দা পাবেন।