মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শ্রমিকলীগের উদ্যোগে জেলা শ্রমিকলীগের কার্যালয়ে আলোচনা শেষে জিল্লুর রহমানকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক করে মুজিবনগর থানা শ্রমিকলীগের ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা শ্রমিকলীগের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহাবুব এলাহী, মেহেরপুর সদর থানা শ্রমিকলীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর শ্রমিকলীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, জেলা শ্রমিকলীগের সদস্য অনন্ত কুমার সাহা, নজরুল ইসলাম, মতিয়ার রহমান, রশিদুল ইসলাম আকালি, আক্তারুজ্জামান, মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।