মিথ্যা জিডির প্রতিবাদ ও প্রশাসনের নিকট বিষয়টির সঠিক তদন্ত দাবি করে আলমডাঙ্গায় ওষুধ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা ব্যুরো: মিথ্যা অভিযোগ তুলে থানায় জিডি করার প্রতিবাদ ও প্রশাসনের নিকট বিষয়টি সঠিক তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গা শহরের ওষুধ ব্যবসায়ী তানভিরুল হক জোসেফ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার পিতার চাচাতো ভাইয়ের জামাই শেখ শফিউজ্জামানের নিকট থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা সুদ দেয়ার চুক্তিতে তিনি ১ লাখ টাকা নেন। সে সময় তিনি এ ধারের টাকার বিপরীতে প্রথা অনুযায়ী ১ লাখ টাকার চেকও শেখ শফিউজ্জামানকে প্রদান করেন। এছাড়াও দোকানের সিকিউরিটির টাকা বাবদ ১ লাখ টাকা বাংলাদেশ কৃষি ব্যাংক আলমডাঙ্গা শাখার মাধ্যমে চেকে পরিশোধ করেন। তারপরও কলেজ শিক্ষক শেখ শফিউজ্জামান ধারের টাকার সুদ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে নানা রকম হুমকি দিচ্ছেন। সুযোগ নিয়ে ১ লাখ টাকা ধার নেয়ার সময় ধারের বিপরীতে তাকে দেয়া চেক এখন ব্যাংকে জমা দিয়ে ডিজঅনার করিয়ে ষড়যন্ত্রমূলক মামলা করতে উকিল নোটিশ পাঠিয়েছে। জোসেফ আরও বলেন, আইনগতভাবে ওই উকিল নোটিশের জবাব দেয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। এমতাবস্থায় উপায়ান্তর না দেখে শেখ শফিউজ্জামান মিথ্যা প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে থানায় জিডি করেছেন। তিনি শেখ শফিউজ্জামানের দায়েরকৃত জিডির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।