দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় অগ্নিকাণ্ডে তামাকঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে তামাক ঘরের সমস্ত মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার তামাক পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিয়াবকরি পশ্চিমপাড়ার কুদ্দুস বিশ্বাসের ছেলে আব্দুস সালামের তামাখ ঘরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সালাম তার উৎপাদিত তামাক শুকানোর জন্য গতকাল সন্ধ্যায় তামাকঘরে আগুন দেয়। রাত সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত ওই তামাক ঘরে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন। ফলে তামাকঘরের টিনের ছাউনিসহ প্রায় লক্ষাধিক টাকার তামাক পুড়ে ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সর্ম্পকে জানা না গেলেও মাটি আর পাটকাঠি দিয়ে তৈরি তামাকঘরের পাটকাঠিতে আগুন ধরে যাওয়ার কারণেই পুরো তামাকঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ১১টার দিকে এলাকায় পৌঁছায়। কিন্তু রাস্তা ভুল করায় তারা ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে যান বলে স্থানীয়রা জানান।