স্টাফ রিপোর্টার: রাজধানীতে ১৪ দলের নাশকতাবিরোধী সমাবেশে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হাজারীবাগে নাশকতাবিরোধী এ সমাবেশে পর পর তিনটি বোমা বিস্ফোরিত হলে স্থানীয় এমপি ফজলে নূর তাপস ও আওয়ামী লীগের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ আহত হয়েছেন ছয়জন। এছাড়া যাত্রাবাড়ী ও উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে ঢুকে এক আওয়ামী লীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনামসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ১০টি ট্রাক। লক্ষ্মীপুরে আগুন দেয়া হয়েছে ভূমি অফিসে। সিরাজগঞ্জে বিএনপি-যুবদলের মিছিল থেকে ভাঙচুর করা হয়েছে ট্রাক ও সিএনজি অটোরিকশা। দিনাজপুরে ট্রাকে আগুন দেয়ার সময় এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে গত মঙ্গলবার রাত থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।