স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তানভীর হোসেনকে (১৭) রাইফেলের বাট দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে একদল পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে পুলিশ সদস্যরা স্কুলছাত্র তানভীরের ওপর এ নির্যাতন চালায়। এ সময় তানভীর জ্ঞান হারিয়ে ফেলে। পুলিশের নির্যাতনে অসুস্থ তানভীর হোসেন কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। সে হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি তানভীর হোসেন জানান, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় আমি পুলিশের পাশেই বসে ছিলাম। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পুলিশ আমাকে মারতে শুরু করে। তানভীর আরো জানায়, আমার সহপাঠী ও স্কুল শিক্ষকদের সামনে থেকে ধরে নিয়ে রাইফেলের বাট দিয়ে মারতে মারতে জোড়াদহ পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। নির্যাতনে আমি জ্ঞান হারিয়ে ফেললে আমাকে হরিণাকুণ্ডু হাসপাতালে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় জোড়াদহ পুলিশ ক্যাম্পের সহকারী এসআই তরুণ কুমারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে দায়িত্ব পালন করেন। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর জানান, নবম শ্রেণির একজন ছাত্রকে এভাবে পেটানোর ঘটনাটি সত্যিই দুঃখজনক। তিনি আরও জানান, পুলিশ বিভাগীয়ভাবে তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।