স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ফেনসিডিল ও জব্দকৃত ট্রাক থানায় দেয়া হয়েছে। এ ঘটনায় এসআই মনির হোসেন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার পর থেকে কয়েকজন চিহ্নিত মাদকবিক্রেতা দিনভর দেনদরবার চালিয়েছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শিকদার মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে দোস্তবাজারের নিকটবর্তী ওহাবের গোডাউনের সামনে থেকে ফেনসিডিলসহ ঝিনাইদহ এলাকার একটি ট্রাক (ভাই ভাই এন্টারপ্রাইজের ঢাকা-মেট্র-ট-১৪-১৭৯০) আটক করেন। পুলিশ আটককৃত ট্রাকটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ট্রাকের ওপরে থাকা ত্রিপলের মধ্য থেকে একটি বস্তার ভেতর থেকে ৪৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন বলে জানায়। উদ্ধারকৃত ফেনসিডিল এবং জব্দকৃত ট্রাকটি গতকাল চুয়াডাঙ্গা সদর থানায় দেয়া হয়। এ ঘটনায় এসআই মনির হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান মুন্সি বলেন, তদন্তে বেরিয়ে আসবে কার ট্রাক, চালক কে এবং ফেনসিডিলের প্রকৃত মালিক কারা। তবে এ ঘটনার পর থেকে উথলীর শহীদ, বকুল, সেনেরহুদার জাহাঙ্গীর, গহেরপুরের মঈন, বেগমপুর বিলপাড়ার ছোটবাবু ও রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার ঘরজামাই রফিক গতকাল দিনভর চালিয়েছেন দেনদরবার। যাতে করে মামলায় জড়িয়ে না যায় এবং তাদের নাম প্রকাশ না পায়।