মাথাভাঙ্গা মনিটর: ইতালির লিওনার্দো দ্যা ভিঞ্চি রোম বিমানবন্দর ফিউমিছিনো থেকে ১২ বাংলাদেশিকে ইমিগ্রেশন পুলিশ দেশে ফেরত পাঠিয়েছে ২ মার্চ। এ ব্যাপারে শাওন আহমেদ জানান, গত সোমবার বাংলাদেশের একটি ফ্লাইটে ৮ জন এবং গত সপ্তায় ৪ বাংলাদেশি ইতালির ফিউমিছিনো বিমানবন্দরে এসে নামেন। এরপর ইমিগ্রেশন পুলিশ সন্দেহ করে প্রত্যেকর কাগজপত্র যাচাই করলে ভুয়া ভিসা (নুলাওসত্মা) পায়। এরমধ্যে কয়েকজনের পাসপোর্টে ছবি পরিবর্তন, নাম, জন্ম তারিখসহ ইতালি সরকারের কোনো কাগজপত্র সঠিক ছিলো না। কাগজপত্র সঠিক না থাকায় অবৈধভাবে অনুপ্রবেশের চষ্টোয় ব্যর্থ হলে দু ফ্লাইটে আসা ১২ জন বাংলাদেশিকে বিজি ৫৬ এয়ারলাইন্সে ২ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় রোমের ফিউমিছিনো বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠান ইতালিয়ান ইমিগ্রেশন পুলিশ।