আরব আমিরাতকে ১২৯ রানে হারালো পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের প্রথম দু ম্যাচে হারলেও ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। গতকাল বুধবার আরব আমিরাতকে ১২৯ রানে পরাজিত করে আবার প্রতিদ্বন্দ্বিতায় ফিরে এসেছে মিসবাহর দল। প্রথমে ব্যাটিঙে নেমে ৩৩৯ রান করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেন আহমেদ সেজাদ। এছাড়া সোহেল ৭০ এবং অধিনায়ক মিসবাহ ৬৫ রান করেন। আরব আমিরাতের মানজুলা গুরুজ ৫৬ রান দিয়ে নেন ৪ ও বাকি উইকেটটি নেন নাবিদ। পাক দলের দেয়া ৩৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১০ রানেই অলআউট হয় তারা। দলের পক্ষে  সাইমান আনোয়ার  সর্বোচ্চ ৬২ এবং  খুররম আনোয়ার ৪৩ ও আমজাদ জাভেদ ৪০ রান করেন।

ম্যাকলিন পার্কে ‘বি’ গ্রুপের ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে পাকিস্তান দল আবারো প্রতিদ্বন্দ্বিতায় ফিরে এসেছে। এখন গ্রুপের মধ্যে দুটো খেলা বাকি। একটি দক্ষিণ আফ্রিকা এবং শেষ ম্যাচ আয়ারল্যান্ডের সাথে। শেষ আটে উঠতে পাক দলকে দুটো খেলাতেই জয়লাভ করতে হবে। এদিকে পাকিস্তানসহ এ যাবত জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ভারতের কাছে পরাজিত আরব আমিরাত পয়েন্ট টেবিলের নীচে অবস্থান করছে।