২০১ রানের বিশাল ব্যবধানে জিতলো দ. আফ্রিকা

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১ রানের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ৪১২ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ৪৫ ওভারে ২১০ রানে অলআউট হয় আইরিশর ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ব্যালব্রেনে। এছাড়া কেভিনও ব্রায়েন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে অ্যাবট ৪টি, মর্কেল ৩টি, স্টেইন ২টি এবং ডি ভিলিয়ার্স ১টি উইকেট লাভ করে।

টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪১১ রান করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করানোর কৃতিত্ব আমলা ও ডু-প্লেসির। দ্বিতীয় উইকেটে ২৪৭ রানের জুটি গড়েন এ দু জনে। বিশ্বকাপে দ্বিতীয় উইকেটে এটাই তাদের সর্বোচ্চ রানের জুটি।

১০০ বলে শতরানে পৌঁছে আক্রমণাত্মক হয়ে উঠেন আমলা। এক ম্যাচ পর দলে ফেরা অ্যান্ডি ম্যাকব্রায়ানের বলে এড জয়েসের ক্যাচে পরিণত হওয়ার আগে ১৫৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেন আমলা। ওয়ানডেতে এটি তার সর্বোচ্চ রানের ইনিংস। আমলার আগের সর্বোচ্চ ছিলো অপরাজিত ১৫৩ রান। ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২০তম শতকে পৌঁছুনোর পথে মাত্র ১০ রানে জয়েসের হাতে একবার জীবন পান এ ডানহাতি ব্যাটসম্যান। তার ১২৮ বলের ইনিংসটি ১৬টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।