স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ঢাকা সাভার থেকে অপহৃত সীমাকে মুম্বাইয়ের একটি পল্লি থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টায় মহারাষ্ট্র পুলিশ তাকে উদ্ধার করে। এ সংবাদ পেয়ে সাভার মডেল থানা পুলিশ নারী পাচারচক্রের সদস্য সাভার ডগরুড়ার আল আমিনকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষেই সীমাকে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছে সাভার থানা পুলিশ।
গত ৯ ফেব্রুয়ারি সাভারের একটি গার্মেন্ট কারখানা থেকে সহকর্মী আল-আমিন নিরব বিয়ের প্রলোভন দেখিয়ে সীমাকে অপহরণ করে। আল-আমিনকে সহযোগিতা করে বন্ধু সুজন। সীমা জানায়, তাকে প্রথমে সাভারের নবীনগরের একটি হোটেলে নিয়ে ডিম দিয়ে ভাত খাওয়ানো হয়। পরে হানিফ পরিবহনের একটি বাসে আল আমিন ও সুজন তাকে বেনাপোলে নিয়ে যায়। এ সময় সে প্রচণ্ড ঘুমের ঘোরে ছিলো বলে জানায়। সীমা ঘুম থেকে জেগে জানতে পারে সে কোলকাতায় দালাল হাফিজের সাথে একটি বাড়িতে অবস্থান করছে। এ সময় দালাল হাফিজ কয়েকবার সীমাকে তার ভাই ও পিতার সাথে কথা বলার সুযোগ করে দেয়। হাফিজ সীমার বাবাকে জানায়, সে ভালো আছে, এ ঘটনায় অপহরণকারী নিরব ও সুজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে সীমাকে মেরে ফেলা হবে।
এরপর ২৮ ফেব্রুয়ারি মুম্বাই থেকে সীমার ফোন পেয়ে সেই ফোন নাম্বারের সূত্র ধরে মহারাষ্ট্র পুলিশ গত সোমবার রাতে সীমাকে উদ্ধার করে।