শেষ আটে যেতে অঙ্ক কষতে চান না সাকিব

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলার স্বপ্ন ভালোভাবেই টিকে আছে বাংলাদেশের। স্বপ্ন পূরণের পথে জটিল কোনো সমীকরণ চান না দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার নেলসনের স্যাক্সটন ওভালে সাকিব বলেন, স্বাভাবিক হিসেবে দু ম্যাচ জিতলে আমরা কোয়ার্টার-ফাইনালে যাবো। সহজ হিসাব, কোনো অঙ্ক দরকার হবে না। আমাদের তিন ম্যাচ আছে, এর দুটি জিততে হবে। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি।