যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন বন্যা

স্টাফ রিপোর্টার: বিজ্ঞানমস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গতকাল মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে স্বামীর সাথে দুর্বৃত্তদের চাপাতি হামলায় তিনিও আহত হন। এরপর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অভিজিৎ রায় এবং বন্যা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। নিহত অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ অজয় রায় জানান, হাসপাতাল থেকে রিলিজের পর বন্যাকে তার এক আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে সে আমেরিকায় চলে গেছে। তিনি জানান, বন্যার চিকিৎসাসহ যাবতীয় বিষয় মার্কিন দূতাবাস থেকে দেখভাল করা হচ্ছিলো। সেখানে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হবে তাকে। তাছাড়া বন্যা তো আমেরিকার নাগরিক।