স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ক্রিকেটের ডামাডোলের মাঝে খুব ছোট্ট খবর। কিন্তু এই ছোট্ট খবরটিই যে আনন্দে ভাসিয়েছে এ দেশের ক্রীড়াঙ্গনকে। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি লিগে খেলার সুযোগ হয়েছে সাবিনা খাতুনের। বাংলাদেশে মেয়েদের ফুটবল যে হাঁটি হাঁটি পা পা করে একটি পর্যায় এসে দাঁড়িয়েছে। সাবিনার সুসংবাদটি যেন সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো সেটা। আর সাতক্ষীরার মেয়ে সাবিনা এই গৌরবগাথা রচনার মধ্য দিয়ে নিজেকে গেলেন অনন্য এক উচ্চতায়।