বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান আলী আজগর গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর তালুকদার হেনাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শহরের সুত্রাপুর রিয়াজকাজী লেন এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া সদর থানার ওসি আবুল বাসার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আলী আজগর হেনার বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র আরও জানিয়েছে, এছাড়াও  নাশকতা ও ভাঙচুরের মামলায় জড়িত অভিযোগে গত ২৪ ঘণ্টায় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রিমনসহ  আরো ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।