ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব ঝিনাইদহে বদলি উপলক্ষে পুরোনো পাবলিক লাইব্রেরি চত্বরের প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রকল্প অফিসে বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গককাল বিকেল ৫টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনেরে আগে উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বিদায়ী সাংস্কৃতিক গান পরিবেশন করে। এছাড়া সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল ইসলাম ও ভি.জে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতালেব হোসেন বিদায়ী গান গেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুবকে অভিনন্দন জানান। জেলা জিসিএ’র সভাপতি হাজি ওয়ালিউর রহমান মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোতালেব হোসেন, অ্যাডভোকেট নওশের আলী, উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল ইসলাম, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহির রায়হান, আকাঙ্ক্ষার নির্বাহী পরিচালক শাহীন সুলতানা মিলি, সিডিএফ’র সমন্বয়কারী শেখ আসমা হেনা চুমকি প্রমুখ।