দামুড়হুদায় দু বছরের সাজাপ্রাপ্ত আসামি শাজাহান গ্রেফতার

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা থানার পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুর জেলা আদালতের সাজাপ্রাপ্ত আসামি দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের শাজাহানকে (৪২) গ্রেফতার করেছে। সে গ্রামের মৃত নুর বক্সের ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা থানার এএসআই আ.হাই সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশ যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি শাজাহানকে তার বাড়ির অদূরে চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, শাজাহান তার প্রথম স্ত্রী যৌতুক আইনে মেহেরপুর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তার অনুপস্থিতে গত ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত দু বছরের জেল ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই থেকে সে পলাতক ছিলো।