টিপ্পনী

খবর:(প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ খালেদা জিয়ার)

যা হয়েছে খুব হয়েছে
এবার ওটাই থাকুক,
যা ছড়ালেন এদিক ওদিক
ওরাই হাঁকে হাঁকুক।

যারা আছে হামবড়া ভাব
ওরাই বলে বলুক,
যতো আগুন ছড়ালে তার
শেষটুকুনু জ্বলুক।

দুই নেত্রীর কণ্ঠ থেকে
মধুর বাণী ঝরুক,
বিপদ আপদ হামলা ফাঁড়া
বাংলা থেকে সরুক।

-আহাদ আলী মোল্লা