ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের নতুন হাটখোলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাটকা ইলিশ মজুদ রাখার দায়ে মাছ ব্যবসায়ী হাসানকে আট হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকতা মঞ্জরুল ইসলামসহ আরো অনেকে। পরে জব্দকৃত মাছ উপজেলা প্রশাসন ঝিনাইদহের ২০টি এতিমখানায় বিতরণ করে।