জীবননগর রায়পুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হতে যাচ্ছেন ফয়জুন্নেসা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদে ফয়জুন্নেসা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন তার প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় ওই ওয়ার্ডের সদ্য প্রয়াত মেম্বার শহর আলীর স্ত্রী ফয়জুন্নেছা বিনা প্রতিদন্দ্বিতায় তার স্বামীর স্থলে নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ১৯ মার্চ এ ওয়ার্ডের নির্বাচনী ফলাফল প্রকাশ করা হবে। গত ডিসেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ওয়ার্ডের মেম্বার শহর আলীর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহর আলী ২০১৪ সালের ২২ ডিসেম্বর মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করে। গত ২৪ ফেব্রুয়ারি মনোনয়ন জমার শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে গতকায় মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহারের আগেই একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়নাল আবেদিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মৃত শহর আলীল স্ত্রী ফয়জুন্নেছা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত হতে যাচ্ছে।