চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রাথমিকভাবে নিবন্ধিত জেলেদের তালিকা যাচাই

 

মৎস্য অধিদপ্তরাধীন জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রাথমিকভাবে নিবন্ধিত জেলেদের তালিকা যাচাই চলছে। চুয়াডাঙ্গা পৌরসভা, মোমিনপুর, আলুকদিয়া, পদ্মবিলা ও বেগমপুর ইতোমধ্যে যাচাই শেষ হয়েছে। যাচাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, সদস্য সচিব সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. মো. মুনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হক, কমিটির অন্য সদস্যরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম হায়দার, সমবায় কর্মকর্তা এমএম শিহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল-সামী, সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, ক্ষেত্র সহকারী মো. আবুল কালাম আজাদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রকৃত জেলেদের তালিকা চূড়ান্ত হলে তাদের ছবি তোলা হবে এবং পরে ছবিসহ পরিচয়পত্র প্রদান করা হবে। প্রকৃত জেলেদের ডাটাবেজ তৈরি, ছবিসহ পরিচয়পত্র প্রদানসহ সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ করে দেয়াই এ প্রকল্পের লক্ষ্য। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. মো. মুনিরুজ্জামান কোনো প্রকৃত জেলের নাম বাদ পড়লে উপজেলা মৎস্য অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন। -বিজ্ঞপ্তি।