চুয়াডাঙ্গার বেগমপুরে ট্রাক আটক : ফেনসিডিল উদ্ধার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প বিশেষ অভিযান চালিয়ে ৪৫৬ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শিকদার মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গতরাত সাড়ে ৮টার দিকে অভিযান চালান চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া বটতলা নামক স্থানে। এ সময় পুলিশ দেখে ভাই ভাই এন্টারপ্রাইজের (ঢাকা-মেট্র-ট-১৪-১৭৯০) একটি ট্রাক দ্রুত গতিতে স্থান ত্যাগ করে। পুলিশ ট্রাকের পিছু নেয়। ট্রাকটি দোস্ত বাজারের নিকটবর্তী ওহাবের গোডাউনের সামনে পৌঁছিয়ে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে ক্যাম্পে নিয়ে যায়। ট্রাকের ওপরে থাকা ত্রিপলের মধ্য থেকে একটি বস্তার ভেতর থেকে ৪৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। খবর পেয়ে ক্যাম্পে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীর আহম্মেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান মুন্সি। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।