স্টাফ রিপোর্টার: প্রায় দু মাস ধরে নিখোঁজ থাকা রাজশাহীর পবার নওহাটা পৌর মেয়র আওয়ামী লীগের নেতা আবদুল গফুর সরকারের লাশ রাজধানীর আজিমপুরের কবরস্থান থেকে তোলা হয়েছে। গতকাল মঙ্গলবার তোলা হয়। মেয়র নিখোঁজের ঘটনায় গ্রেফতার হওয়া এক নারীর দেয়া তথ্যের ভিত্তিতে এবং তার দেখিয়ে দেয়া কবর থেকে পুলিশ লাশটি তোলে।
পুলিশ জানিয়েছে, জান্নাতুন সালমা ওরফে মিম নামের ওই নারী তাদের কাছে স্বীকার করেছেন, তার স্বামী হারুন অর রশিদ পৌর মেয়র আবদুল গফুরকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন। মিমের সাথে আবদুল গফুরের পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ১ জানুয়ারি মেয়র আবদুল গফুর সরকার ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু গত ৫ জানুয়ারির পর থেকে পরিবারের লোকজনের সাথে তার আর কোনো যোগাযোগ হয়নি। গত ১৯ জানুয়ারি মেয়রের ফোন নম্বর থেকে একটি এসএমএস যায়, তাতে ৫০ হাজার টাকা পাঠাতে বলা হয়। ওই দিন বিকেলে মেয়রের স্ত্রী ফজিলাতুন নেসা পবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডিটি অপহরণ মামলা হিসেবে গ্রহণ করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সালমা বলেছেন, ৭ জানুয়ারি রাতে হারুন অর রশিদ তাদের মোহাম্মদপুরের বাসায় মেয়র গফুরকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। ৮ জানুয়ারি রাতে স্বাভাবিক মৃত্যু হিসেবে গফুরের লাশ দাফন করেন সালমা। লাশ দাফনের সময় সালমা নিজেকে গফুরের বোন ও তার স্বামী হারুন অর রশিদ ভগ্নিপতি হিসেবে পরিচয় দেন।