কোটচাঁদপুরের সমাজসেবক কাজী মনিরুজ্জামানের ইন্তেকাল

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরের সমাজসেবক কাজী মনিরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। গতকাল মঙ্গলবার ভোরে হাসপাতাল পাড়ার নিজ বাড়িতে তিনি বার্ধ্যকজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাজী মনিরুজ্জামান উপজেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী পদ থেকে অবসরে যান। তার নামাজের জানাজা ব্রিজঘাট এলাকায় বায়তুল মামুন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তার ইচ্ছানুযায়ী চৌগাছা উপজেলার বন্নী শাহপুর গ্রামে দাফন কারা হয়। মরহুম কাজী মনিরুজ্জামানের বড় ছেলে কাজী এনাম আহমেদ মৃদুল কোটচাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। সমাজসেবক কাজী মনিরুজ্জামানের মৃত্যুতে কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সমবেদনা প্রকাশ করেছেন।