ঈশ্বরের কাছে পৌঁছুতে শুক্রাশয় কাটলেন ৪০০ পুরুষ

মাথাভাঙ্গা মনিটর: আবারো নতুন করে বিতর্কে জড়ালেন ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। ঈশ্বরের কাছাকাছি পৌঁছনো যাবে, এ কথা বলে ৪০০ পুরুষকে শুক্রাশয় কেটে ফেলতে উদ্বুদ্ধ করেন তিনি। খবরটি নতুন হলেও ঘটনাটি ঘটেছে ১৫ বছর আগে ২০০০ সালে। কিন্তু এতোদিন পর্যন্ত ভুক্তভোগীরা এ ব্যাপারে মুখ না খোলায় কিছুই জানাজানি হয়নি। এখন মুখ খোলায় এ বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। ২০০২ সালে এক তদন্তকারী সাংবাদিকের হত্যায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে রাম রহিম সিঙের বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মহিলা ভক্ত যৌন হয়রানির অভিযোগ তুললেও কখনই গ্রেফতার হননি রাম রহিম। প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক গুরমিত রাম রহিম সিংয়ের ভক্তের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেছে। দেরা সচা সৌদার প্রতিষ্ঠাতা রাম রহিম অভিনয় করেছেন চলচ্চিত্রেও।