আলমডাঙ্গায় নিরাপত্তা চেয়ে থানায় কলেজ শিক্ষকের জিডি

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও আলমডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক শফিউজ্জামান নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। বিভিন্ন হুমকি পাওয়ায় তিনি গতকাল মঙ্গলবার থানায় জিডি করেন। জিডিসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পুরাতন বাসস্ট্যান্ডপাড়ার আশরাফুল হকের ছেলে তানভিরুল হক জোসেফের কাছে টাকা পান শেখ শফি। তার বিপরীতে একটি চেক দেন জোসেফ। চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হওয়ায় শেখ শফি উকিল নোটিশ করেন। এ কারণে জোসেফ নানাভাবে হুমকি দিচ্ছেন। এ কারণে গতকাল শেখ শফিউজ্জামান আলমডাঙ্গা থানায় জিডি করেছেন।