আলমডাঙ্গায় জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ওই প্রস্তুতসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ উদযাপনের উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিসভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান জেলা জাসদের আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, নুর মোহাম্মদ জকু ও ময়নদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমুজ্জামান, নির্বাচন অফিসার ছামিউল আলম, সমাজসেবা অফিসার আবু তালেব, প.প. অফিসার ডা. আব্দুস সাত্তার, মৎস্য অফিসার মঈনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা প্রকল্প অফিসার মিজানুর রহমান, মহিলা কর্মকর্তা মাকছুরা জান্নাত, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম ও শাহ আলম মন্টু, এসআই জসিম, ইউপি চেয়ারম্যান দারুস সালাম, শাহাজালাল ব্যানা, আলমডাঙ্গা সিদ্দিকীয়া মাদরাসার সুপার সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, এরশাদপুর একাডেমীর প্রধান মিক্ষক মতিয়ার রহমান ব্রাইট মডেল স্কুলের অধ্যক্ষ ফখরুল আলম, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহিন রেজা শাহিন, আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসলেম উদ্দিন, জেএন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, জুয়েলার্স সমিতির সভাপতি দ্বীলিপ চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহেদা খাতুন, রাবেয়া খাতুন, আনজিরা খাতুন প্রমুখ।