আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে এসিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুনামেন্টে ৭ ইউকেটে আমঝুপি ক্রীড়া একাদশ জয়লাভ করে। গতকাল দুপুরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে আয়োজিত খেলায় বর্শিবাড়ীয়া একাদশ ৯ উইকেট ১১৭ রান করে। জবাবে আমঝুপি ক্রীড়া একাদশ ২ উইকেটে ১১৮ রান করে বিজয়ী হয়। বিজয়ী দলের পক্ষে সাইফুল ৫৭ রান করে অপরাজিত থাকে।