আজ মামলার ধার্য দিন : গ্রেফতারি পরোয়ানা পৌঁছেনি

স্টাফ রিপোর্টার: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা এখনও থানায় পৌঁছেনি। পরোয়ানাটি অভিযুক্ত খালেদা জিয়া বা তার আইনজীবীদের কাছেও পৌঁছেনি। এ অবস্থায় খালেদা জিয়া আজ রাজধানী ঢাকার আলিয়া মাদরাসা মাঠের বিশেষ জজ আদালত-৩ এ হাজির হচ্ছেন না। তার অনুপস্থিতিতেই আজ আবারও শুনানি শুরু হবে।

পরপর তিনটি নির্ধারিত কার্যদিবসে হাজির না থাকায় ২৫ ফেব্রুয়ারি এ দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ওই আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। এরপর মঙ্গলবার রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, গ্রেফতারি পরোয়ানা এখনও পুলিশের হাতে আসেনি। কোর্টের আদেশ মানতে আমরা বাধ্য। আদেশে যা বলা থাকবে সেভাবেই আমরা ব্যবস্থা নেব। বুধবার আদালতে না গেলে খালেদাকে গ্রেফতার করা হবে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগে ৪ তারিখ পার হোক, তারপর দেখা যাবে।

দু দুর্নীতির মামলার শুনানিতে আজ খালেদা জিয়া আদালতে হাজির হচ্ছেন না বলে জানিয়েছেন তার অপর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে এ দিন খালেদা জিয়া আদালতে যাচ্ছেন না। গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি হবে আজ বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে। খালেদা জিয়ার অপর আইনজীবী তার আত্মসমর্পণ প্রসঙ্গে শর্তজুড়ে দিয়েছেন।

খালেদা জিয়ার গ্রেফতার হবেন, না তিনি আজ আদালতে হাজির হয়ে জামিন চাইবেন এ বিষয় নিয়ে দিনভর দেশের বিভিন্ন স্থানে আলোচনা হয়েছে। কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। বিএনপির পক্ষ থেকেও স্পষ্ট কিছু জানা যায়নি। খালেদা জিয়ার একজন আইনজীবী জানিয়েছেন, তারা পরোয়ানা হাতে পাননি। অপর আইনজীবী বলেছেন, যদি আদালতে যেতে হয়, আত্মসমর্পণ করতে হয়, তাহলে তিনি (খালেদা জিয়া) আদালতে যেতে ইচ্ছুক। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনের বাইরে গিয়ে কিছুই হবে না। গ্রেফতার হলেও আইনি প্রক্রিয়া মেনেই করা হবে।