নাটুদহে ইয়াছনবীকে আ.লীগ প্রার্থী ঘোষণা : নতিপোতায় আজিজসহ ৪ জনের মনোনয়ন দাখিল

দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর চুয়াডাঙ্গা দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন দু ভাগে বিভক্ত হয়ে নির্বাচনী আমেজে মেতে উঠেছে। ইতোমধ্যেই ঘোষিত তফশিল অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। গতকাল নতিপোতা ও নবগঠিত নাটুদাহ ইউনিয়নের চেয়ার‌ম্যান পদ প্রার্থীর সংখ্যা ডজনের অধিক হতে চলেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নতিপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর হত্যা মামলার আসামিও রয়েছে।

গতকাল পর্যন্ত নতিপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও নাটুদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইয়াছনবীকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল দর্শনা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজি আলী আজগর টগর এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। অপরদিকে নতিপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল আজিজের মনোনয়নপত্র দাখিলের সময় জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মঞ্জুসহ অনেকেই উপস্থিত ছিলেন। যদিও এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কাউকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কি-না তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।

জানা গেছে, নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির একাধিক মামলায় জড়িয়ে পড়লে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ইউপি সদস্য মিজানুর রহমান নিজ বাড়িতে স্ত্রী কন্যার সামনে নৃশংসভাবে খুন হন। পরে অবশ্য মনিরুজ্জামান মনির চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়ে দায়িত্ব পালন শুরু করেন। এরই এক পর্যায়ে নতিপোতা ইউনিয়নটি দু ভাগে বিভক্ত করে নতুন করে গঠন করা হয় নাটুদাহ ইউনিয়ন। সম্প্রতি ঘোষিত হয়েছে এ দুটি নির্বাচনী তফশিল। নাটুদাহ ইউপির ভোট গ্রহণ আগামী ২৯ মার্চ। এ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে গতকাল ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন- জগন্নাথপুর গ্রামের আ.লীগ নেতা ইয়াছনবী, চন্দ্রবাস গ্রামের আ. লীগ নেতা আব্দুল হালিম, একই গ্রামের আ.মালেক ও চারুলিয়ার আলিম উদ্দিন গতকাল দুপুরে মনোনয়নপত্র জমা দেন। দুলালনগর, চারুলিয়া, ছাতিয়ানতলা, কুনিয়া, চন্দ্রবাস, বোয়ালমারি, ফকিরপাড়া, জগন্নাথপুর, খলিশাগাড়ি ও গোচিয়ারপাড়া গ্রাম নিয়ে গঠিত হয়েছে ৮ নং নাটুদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইয়াছনবীকে গতকাল আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত নাটুদাহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। সভায় সর্বসম্মতিক্রমে ইয়াছনবীকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি ইউনিয়ন আ.লীগের সহসভাপতি ইয়াছনবীকে নির্বাচিত করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু জাফর, আ.লীগ নেতা কালাম মাস্টার, শহিদুল মাস্টার, টমাস, নান্নু, নাজমুল, খালেক, জামাত আলী, আবু বক্কর, পিন্টু বিশ্বাস, রেজাউল হক প্রমুখ।

এদিকে দামুড়হুদার নতিপোতা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আজিজুল হক আজিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি গতকাল সোমবার বেলা ১১টার দিকে এলাকার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদের নিকট নিজ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্মসম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, অ্যাড. ইউনুচ আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া একই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কালিয়াবকরি গ্রামের আ. লীগ নেতা জুলফিকার আলী ভুট্টো ও ভগিরথপুর গ্রামের আ.লীগ নেতা আবু তালেব মনোনয়নপত্র জমা দেন।

আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নতিপোতা ইউনিয়নে হোগলডাঙ্গা গ্রামের আ.লীগ নেতা রবিউল হাসান ও বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এবং নাটুদাহ ইউনিয়নে বিএনপি নেতা ফজলুল হক, একই গ্রামের জামায়াত নেতা আ. খালেক ও দুলালনগরের মাসুম আলী খান চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেবেন বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।

Tagor