মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুটি বিমার দিয়ে জরিমানা গুনতে হলো শ্রীলঙ্কান পেসার সুরঙ্গা লাকমালকে। জরিমানার প্রসঙ্গে ম্যাচ রেফারি রেফারি ডেভিড বুন গত রোববার জানান, সিদ্ধান্ত নেয়ার সময় তাদের মনে হয়েছে লাকমালের ওই দুটি ডেলিভারি ছিলো ভয়ঙ্কর এবং অনৈতিক। এমনকি দুটি বিমার দেয়ার পর শ্রীলঙ্কার এ বোলারের মধ্যে কোনো অনুশোচনা দেখেননি তারা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কার এ পেসারের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেয়া হয়েছে।
লাকমালের জরিমানা