এবার দুইয়ে সাকিব

মাথাভাঙ্গা মনিটর: এ ঘটনা বহুদিন ধরেই ঘটছে। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার ৱ্যাঙ্কিঙে সাকিব আল হাসান কখনো উঠছেন, কখনো নামছেন। এ দফা বাংলাদেশের দর্শকদের জন্য কিছুটা দুঃসংবাদ সাকিব এক ধাপ নেমেছেন। আইসিসি ওয়ানডে ৱ্যাঙ্কিঙে সাকিবকে সরিয়ে এক নম্বর অলরাউন্ডারের জায়গাটা শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের। চলতি বিশ্বকাপে দারুণ পারফর্ম করা দিলশানের পয়েন্ট ৪০৯। চার ম্যাচে ২২৯ রান ও ৩ উইকেট নিয়ে চার থেকে এক লাফে এক নাম্বারে উঠে এসেছেন লঙ্কান অলরাউন্ডার। ৩৯৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন সাকিব। বাংলাদেশ অলরাউন্ডারের আরেক প্রতিদ্বন্দ্বী অ্যাঞ্জেলো ম্যাথুস ৩৯৪ পয়েন্ট নিয়ে আছেন তিনে। Shakib_3

Leave a comment