১২ বছর পর খুললো ইরাকের জাতীয় জাদুঘর

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকে ১২ বছর পর পুনরায় খুলে দেয়া হয়েছে মার্কিন-নেতৃত্বাধীন আক্রমণের সময় বন্ধ করে দেয়া দেশটির জাতীয় জাদুঘর। ব্যাপক সংস্কার এবং অনেক লুট হয়ে যাওয়া পুরাতত্ত্ব পুনরুদ্ধারের পর এটি চালু করা হলো। এ সপ্তায় ইরাকের মসুল শহরে দেশটির প্রাচীন পুরাকীর্তিগুলোর ওপর ইসলামিক স্টেট সদস্যরা আক্রমণ চালালে ইরাকের জাতীয় জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে আবারও খুলে দেয়া হয়। ইরাকের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইতোমধ্যেই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কো। ইরাকের ঐতিহ্যবাহী ভাস্কর্যগুলো ভেঙে ফেলার ঘটনায় নিন্দা জানায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। ইসলামিক স্টেট সদস্যরা এগুলোকে বর্বরতার প্রতীক মূর্তি হিসেবে বর্ণনা করে এগুলো ধ্বংস করা শুরু করে। ইরাকের ঐতিহ্যবাহী ভাস্কর্যগুলো ভেঙে ফেলার ঘটনায় নিন্দা জানায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। আর এরই প্রেক্ষিতে ১২ বছর বন্ধ থাকার পর বাগদাদে অবস্থিত জাতীয় জাদুঘরটি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বাগদাদ জাদুঘর পুনরায় চালু করবার অনুষ্ঠানে ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জঙ্গিদের বিরুদ্ধে দেশটির সভ্যতা ও মানবতার ঐতিহ্যকে ধ্বংস করার অভিযোগ করেন। ইরাকে সাদ্দাম হুসেইন সরকারের পতনের সময় লুট করা হয়েছিলো জাতীয় জাদুঘরের প্রায় ১৫ হাজার পুরাতত্ত্ব, যার এক-তৃতীয়াংশই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। জাদুঘরটিতে সংরক্ষিত আছে মেসোপটেমিয়াসহ ৭ হাজার বছরের সভ্যতার ইতিহাস।