মেহেরপুর অফিস: মেহেরপুরে শুরু হয়েছে চার দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা। গতকাল রোবাবর বিকেলে জেলা সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় খামারবাড়িতে মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীম আরা হিরা ও বারাদী হর্টিকালচারের উপপরিচালক জাহিদুল আমিন। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার একেএম কামরুজ্জামান, গাংনী উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম ও মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মুফাখখারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৩০টি স্টল স্থান পেয়েছে।