মেহেরপুরে আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছহিউদ্দিনের কবর জিয়ারত

মেহেরপুর অফিস: মেহেরপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি ছহিউদ্দিনের রুহের মাগফেরাত কামনায় তার কবর জিয়ারত ও দোয়া করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাচ আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক অ্যাড. কাজী শহিদুল হক, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন তূর্য প্রমুখ।

Leave a comment