ভাবীকে ধর্ষণ-হত্যা মামলায় দেবরের ফাঁসি

 

স্টাফ রিপোর্টার: ভাবীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার দায়ে দেবর আলমগীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে হত্যার আলামত গোপনে সহযোগিতা করায় আলমগীরের দু বন্ধু রিপন ও রাহিদ হাসানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল ৯ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। তিন আসামিই মামলার বিচার চলাকালে জামিনে ছিলেন। এদের মধ্যে আলমগীর ও রিপনকে রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে পাঠানো হয়। আর মিলন পলাতক রয়েছেন।