বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া ক্রিকেট ক্লাব আয়োজিত বিপিএল প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে বড়শলুয়া নিউ মডেল কলেজ ৯৪ রানে জয়লাভ করেছে। গতকাল রোববার সকাল ১০টায় কলেজমাঠে অনুষ্ঠিত ক্রিকেটের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বড়শলুয়া ক্রিকেট একাদশ ও বড়শলুয়া নিউ মডেল কলেজ একাদশ। বড়শলুয়া কলেজ ৫ ইউকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে।
জবাবে বড়শলুয়া একাদশ সবকটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। ফলে বড়শলুয়া কলেজ ৯৪ রানে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ হন রিন্টু এবং ম্যান অব দ্য সিরিজ হন হাবিবুর রহমান। খেলা শেষে কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, প্রভাষক হাশেম আলী ও আবুল কাশেম উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।